ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

বিসিবিকে রুমানা ‘জ্যেষ্ঠতা কখনোই অভিশাপ হতে পারে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০২:১৬ পিএম
অলরাউন্ডার রুমানা আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গুরুতর অভিযোগ জানালেন। তার প্রতি অন্যায়-অবিচার হয়েছে বলে তার দাবি, তিনি সেটার বিচার চাইলেন ক্রিকেট বোর্ডের কাছে।

আজ মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিসিবির কাছে খোলা চিঠির মতো করে একটি পোস্ট দিয়ে তিনি এর চূড়ান্ত সমাধান ও জড়িতদের বিচার চেয়েছেন।

রুমানা তার পোস্টে লিখেছেন, বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিক-নৈরাজ্যমূলক ঘটনা চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। 

তিনি আরও উল্লেখ করেছেন, কোনো কারণ ছাড়াই তিন বছর তো তো কোনো কৌতুকের কিছু না। আমি কখনোই বাজে ক্রিকেট খেলিনি। অনৈতিক কাজও করিনি। জ্যেষ্ঠতা কখনোই অভিশাপ হতে পারে না। যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করেছে, তার বিচার চাই।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে রুমানা হঠাৎই সামাজিক মাধ্যমে ‘আর ক্রিকেট নয়’ পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের আগে বাংলাদেশ যে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল, কোনোটিতেই তিনি দলে ছিলেন না।

শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার পর বিসিবি তাকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে বলে জানালেও, রুমানা তখন দাবি করেছিলেন যে তাকে বাদ দেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করায় বোর্ড তাকে তলবও করেছিল।

দুই বছর আগে রুমানার ‘নো মোর ক্রিকেট’ পোস্ট নিয়ে বিসিবি তখন বিব্রত হয়েছিল। নারী বিভাগের তৎকালীন প্রধান শফিউল আলম নাদেল সে সময় বলেছিলেন, ‘আমরা সব সময় আমাদের ক্রিকেটারদের প্রতি সদয় বা সৎ।

ওকে এটা শুধু মনে করিয়ে দিলাম, সেতো চাইলে বোর্ড–আমাদের বিভাগ থেকে শুরু করে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বোর্ড সভাপতি সবার সঙ্গেই তো কথা বলার সুযোগ আছে। এটা সে না করলেও পারত।’

৩৩ বছর বয়সী রুমানা ২০১১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বাংলাদেশের হয়ে ৫০টি ওয়ানডে এবং ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই সংস্করণেই তার রান ৮০০-এর বেশি এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১২৫। 

এদিকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকা রুমানার এমন অভিযোগ বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।