বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণের অন্যতম কারণ হিসেবে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চাকরিচ্যুত করার বিষয়টি উঠে এসেছে।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হাথুরুসিংহে।
লিংকডইনে হাথুরুসিংহ লিখেছেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’
ইএসপিএন ক্রিকইনফো'র প্রতিবেদন অনুযায়ী তিনি আরও বলেন, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি।
বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, হাথুরুসিংহকে বাদ দেওয়ার সময় তার বিরুদ্ধে ড্রেসিংরুমে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন এই লঙ্কান কোচ।
এমনকি তৎকালীন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
এর আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহ বলেছিলেন, ‘বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল ‘তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?’
এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই। বিমানবন্দরে একজন কর্মকর্তা আমাকে বলেন, ‘আমি দুঃখিত কোচ, যে আপনাকে যেতে হচ্ছে (আবেগপ্রবণ হয়ে)’।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন