ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মেন্ডিসের তাণ্ডবে বড় সংগ্রহের পথে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৫:৪৪ পিএম
কুশল মেন্ডিস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কানরা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। তবে অভিজ্ঞ কুশল মেন্ডিসের তাণ্ডবে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা।

মঙ্গলবার পাল্লেকেলের সবুজ গালিচায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার এই সিদ্ধান্ত অবশ্য ভালো সূচনা এনে দিতে পারেনি ওপেনাররা।

দলীয় ১৩ রানের মাথায় ৬ বলে ১ রান করা নিশান মাদুশকাকে সাজঘরে ফেরান সাকিব, যা লঙ্কান শিবিরে প্রথম আঘাত।

প্রথম ধাক্কা সামাল দিতে কুশল মেন্ডিসের সাথে জুটি বাঁধেন পাথুম নিশাঙ্কা। এই জুটি ৫৬ রান যোগ করে প্রাথমিক চাপ সামাল দেয়।

তবে বাংলাদেশের আরেক তরুণ তুর্কি, স্পিনার তানভীর ইসলাম এসে আঘাত হানেন। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে আউট করে তিনি বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন।

এরপর ক্রিজে আসেন কামিন্দু মেন্ডিস, কিন্তু তিনিও সুবিধা করতে পারেননি। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ফিরে যান। মনে হচ্ছিল, বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিচ্ছে।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়ে যান কুশল মেন্ডিস। ব্যাট হাতে তিনি তুলে নেন দুর্দান্ত এক ফিফটি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক আসালাঙ্কা। যিনি মেন্ডিসের সাথে জুটি গড়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান। কুশল মেন্ডিস ৮৪ বলে ৮৫ রান নিয়ে ব্যাট করছেন। এবং লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা ৪৭ বলে ৪২ রান নিয়ে খেলছেন।

বল হাতে বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট তুলে নেন মেহেদী মিরাজ, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।