ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ধাক্কা খেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৩৩ পিএম
তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান হাসারাঙ্গা। ছবি- সংগৃহীত

আগামী ১০ জুলাই থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান হাসারাঙ্গা। এরপর তাকে দ্রুত কলম্বোতে ফিরিয়ে আনা হয়েছে। যেখানে তিনি হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অবশ্য হাসারাঙ্গার বিকল্প হিসেবে এখনো কাউকে দলে অন্তর্ভুক্ত করেনি।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় এবং ১৬ জুলাই কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড

চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।