ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল: পাক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৬:২৫ পিএম
সালমান আলি আঘা। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার জন্য পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। বুধবার সকালে পাকিস্তানি ক্রিকেটারদের একটি অংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এবং দলের বাকি সদস্যরা বিকেলের ফ্লাইটে ঢাকায় নামেন।

সকালে ঢাকায় পৌঁছানো ক্রিকেটারদের মধ্যে ছিলেন সালমান আলি আঘা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম সাইয়ুব, খুশদিল শাহ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ এবং কোচিং স্টাফের কয়েকজন সদস্য।

বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আঘা। তিনি বলেন, বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ংকর।

নিজেদের মাটিতে বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিহাস ঘাঁটলেই বোঝা যাবে, তারা অনেক ভালো দলকে হারিয়েছে। 

আমরাও জানি, এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমরা এসেছি।

আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ প্রসঙ্গে আগা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট মানেই প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ। কখনো সবকিছু নিয়ন্ত্রণে থাকবে না। 

জীবন যেমন চলে, ক্রিকেট ক্যারিয়ারও তেমনই। মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। চিন্তা না করে মাঠে ফল দিয়ে জবাব দিতে চাই।

সিরিজ শুরু হবে ২০ জুলাই। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সব ম্যাচই ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে।