শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইমনের ব্যাটে পাওয়ার প্লেতে দারুণ শুরু পায় বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান। ১৬ বলে ৩৫ রানে খেলছেন ইমন ও ৪ বলে ৩ রানে ব্যাট করছেন লিটন দাস।
এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে টিম টাইগার।
প্রথম ম্যাচের একাদশে তিন পেসার এবং দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেন এবং অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বল হাতে দেখা যাবে।
একনজরে দুই দলের একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ।