ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৬:০৯ পিএম
ছবি- সংগৃহীত

নারী আন্তর্জাতিক ক্রিকেটে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো ইংল্যান্ড।

আজ বুধবার (১৬ জুলাই) ব্রাইটনের হোভ ক্রিকেট গ্রাউন্ডে  টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট।

চোট থেকে ফিরেই অধিনায়কত্বে থাকা স্কিভার-ব্রান্ট জানান, উইকেট দেখতে ভালো, এখানে সাধারণত অনেক রান ওঠে। আশা করি, ভালো শুরু পাবো।

এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার সোফি একলস্টোন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি। তার ফেরায় বাদ পড়েছেন লিনসি স্মিথ।

যিনি সেই সিরিজে ৭টি উইকেট নিয়ে সবার নজর কাড়েন।

অন্যদিকে ভারত নারী দল মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জেতা সেই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। 

দুই দলের একাদশ

ইংল্যান্ড: ট্যামি বোমন্ট, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), এলিস ল্যাম্ব, ন্যাট স্কাইভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, এলিস ডেভিডসন, চার্লি ডিন, সোফি একলস্টোন, কেট ক্রস, লরেন ফাইলার, লরেন বেল।

ভারত: রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, অরুন্ধতী কৌর, স্নেহ রানা, চরানি, ক্রান্তি গৌড়।