ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিশ্বকাপে টাইগারদের ভালো করার স্বপ্ন দেখছেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৩:৩৩ পিএম
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শুরুটা ভালো না হলেও, মাত্র এক মাসের মধ্যেই বদলে গেছে পরিস্থিতি। যে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ একসময় পিছিয়ে ছিল, সেই ফরম্যাটেই এখন নিয়মিতভাবে জয় পাচ্ছে তারা।

গত ১৩ জুলাই ডাম্বুলা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে এই জয়ের ধারা শুরু করে বাংলাদেশ। এরপর কলম্বোতে লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পায় বাংলাদেশ দল।

সেই জয়ের রেশ ধরে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছে লিটনরা। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ জয় শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তামিম বলেন, টি-টোয়েন্টিতে তো আমরা খুব একটা এ রকম সাফল্য কল্পনাও করি না। সামনে ২০২৬ সালের বিশ্বকাপ আছে। এই দলটা যদি এভাবে খেলতে থাকে, তাহলে অনেক ভালো কিছু করবে।

চলতি বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় প্রথম টি-টোয়েন্টি দিয়ে লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হয়েছিলেন। সেই সিরিজে প্রথম ম্যাচ জেতার পরও সিরিজ হেরেছিল বাংলাদেশ।

এরপর পাকিস্তানে গিয়ে ধবলধোলাই হয়েছিল। টানা ৬টি-টোয়েন্টি হারের পর বাংলাদেশ এই সংস্করণে নিজেদের শেষ চারটি ম্যাচই জিতেছে।

তামিমের মতে, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে এই দুটি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করেছে। শুধু ক্রিকেটারদেরই নয়, ভক্ত-সমর্থকদেরও এই জয় প্রাপ্য বলে মনে করেন তিনি।

বাংলাদেশের সাবেক এই ওপেনার বলেন, শেষ কিছুদিন ধরে যখন ফল আসছিল না, তখন অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আমি মনে করি, দলটির এই জয় প্রাপ্য।

বাংলাদেশের ক্রিকেটের ভক্ত-সমর্থকেরা যারা আছেন, তাদেরও এটা প্রাপ্য। এই দলটা খুবই তরুণ দল। যখন পারফরম্যান্স ভালো হয় না, অনেক সমালোচনা হয়। তাদের আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ এই জয়।

গতকাল মিরপুরে তামিম তার ছেলে আরহামকে নিয়ে খেলা দেখেছেন। এ ব্যাপারে তামিম বলেছেন, সে (আরহাম) নিয়মিত বাংলাদেশের খেলা দেখে। তার জন্যই আসা। দুর্ভাগ্যজনকভাবে আমার ম্যাচ বেশি দেখতে পারেনি।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজই বাংলাদেশ জিতেছে এশিয়ান কন্ডিশনে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত-শ্রীলঙ্কায়। তামিম হয়তো সেই ধারণা থেকেই বাংলাদেশকে নিয়ে ২০২৬ বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছেন।