ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

শূন্য রানে সাজঘরের পথ ধরলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৮:১৬ পিএম
তানজিদ হাসান তামিম। ছবি- সংগৃহীত

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের জবাবে ব্যাট হাতে শুরুতেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদার ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান।

১৭৯ রানের জবাবে নেমে কোনো রান না তুলেই আউট হন তানজিদ হাসান তামিম। দরীয় শূন্য রানের মাথায় ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭ রান

এই খেলায় বাংলাদেশেকে জিততে হলে এখনো করতে হবে ১১৪ বলে ১৭২ রান। হাতে রয়েছে ৯ উইকেটভ

এর আগে প্রথম ইনিংসে এদিন পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ৪১ বলে ৬৩ রান করেন সাহেবজাদা ফারহান, ১৭ বলে ৩৩ রান করেন হাসান নওয়াজ, ১৬ বলে ২৭ রান করেন মোহাম্মদ নওয়াজ, ৯ বলে ১২ রান সংগ্রহ করেন সালমান আগা।

বাংলাদেশের হয়ে বল হাতে এদিন তিন উইকেট নেন তাসকিন আহমেদ, ২ উইকেট নেন নাসুম আহমেদ, ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।