ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ঘরের মাঠে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৮:৪৫ পিএম
লিটন কুমার দাস। ছবি-সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের দেওেয়া ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সিরিজের মেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান।

পাকিস্তানের দেওয়ার ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানেই উইকেট হারায় টাইগাররা। তামিম মূন্য রানে ফেরার পর দলীয় ১০ রানে আবারও উইকেট হারায় বাংলাদেশ।

লিটন ফেরার পর দলীয় ২২ রানের মাথায় মেহেদী মিরাজের উইকেট হারায় টাইগররা। মিরাজের পর ২৫ রানের মাথায় টানা ২ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে লিটন দাসের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৫ উইকেট রান। ক্রিজে ১২ বলে ৭ রানে ব্যাট করছেন মোহাম্মদ নাইম এবং ৩ বলে ১ রান নিয়ে খেলছেন শামীম হোসেন।

এদিন টস হেরে শুরু থেকেই মারকুটে স্বভাবে দেখা গেছে পাকিস্তানি ব্যাটারদের। ব্যাটিং পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা তুলে নেন ৫৭ রান।

শেষদিকে মোহাম্মদ নওয়াজের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ৪১ বলে ৬৩ রান করেন সাহিবজাদা ফারহান, ১৭ বলে ৩৩ রান করেন হাসান নওয়াজ, ১৬ বলে ২৭ রান করেন মোহাম্মদ নওয়াজ, ৯ বলে ১২ রান সংগ্রহ করেন সালমান আগা।

বাংলাদেশের হয়ে বল হাতে এ দিন তিন উইকেট নেন তাসকিন আহমেদ, ২ উইকেট নেন নাসুম আহমেদ, ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।