এশিয়া কাপের জন্য বাংলাদেশের ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। এই দলে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবশেষ পাকিস্তান সফরের পর থেকে তিনি টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি।
এ ছাড়া, পেসার নাহিদ রানাও ২৫ সদস্যের টি-টোয়েন্টি দলে ফিরেছেন।
প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুরে ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। ১০ আগস্টের মধ্যে জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের ঢাকায় আসার কথা রয়েছে।
তাদের তত্ত্বাবধানে ১৫ আগস্ট থেকে স্কিল ট্রেনিং শুরু হবে।
এশিয়া কাপের আগে ২০ আগস্ট বাংলাদেশ দল সিলেটে যাবে। সেখানে পাঁচ-ছয় দিনের অনুশীলন শেষে আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
এই সিরিজটি এশিয়া কাপের জন্য দলের প্রস্তুতিকে আরও জোরদার করবে বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের ।
নেদারল্যান্ডস সিরিজ শেষে ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে। আগামী ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
এশিয়া কাপের জন্য প্রাথমিক দল
ব্যাটার: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।
অলরাউন্ডার: মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, সাইফউদ্দিন।
স্পিনার: রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ।
পেসার: হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ।