ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

অ্যাশেজ খেলতে পুনর্বাসনের পথে ক্রিস ওকস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৪:৪৩ পিএম
ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। ছবি- সংগৃহীত

সার্জারির বদলে পুনর্বাসনের মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে অ্যাশেজ সিরিজে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে চান ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। সম্প্রতি ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে কাঁধে চোট পেয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। 

চোট থেকে দ্রুত সেরে উঠার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সার্জারি না করে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত সপ্তাহে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় ওকস কাঁধে চোট পেয়েছিলেন। প্রাথমিক ধারণা, কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে। 

স্ক্যান রিপোর্ট পেলেই তার চোটের সঠিক অবস্থা জানা যাবে। তবে নভেম্বরের শেষের দিকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে চান তিনি।

ওকস বলেন, যদি সার্জারি করাই, তাহলে সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে, যা অ্যাশেজের জন্য পর্যাপ্ত নয়। কিন্তু পুনর্বাসনের মাধ্যমে আমি হয়তো আট সপ্তাহের মধ্যেই শক্তিশালী হয়ে ফিরতে পারব। 

যদিও এতে পুনরায় চোট পাওয়ার ঝুঁকি থাকবে, তবুও আমি সে ঝুঁকি নিতে প্রস্তুত।

ঐ টেস্টের শেষ দিনে ব্যাট করার সময় ওয়াকসের বাম হাত স্লিংয়ে বাঁধা ছিল। নিজের দলের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে তিনি বলেন, মাঠে নেমেছিলাম শুধু দলকে জেতানোর জন্য। 

দুর্ভাগ্যবশত আমরা পারিনি, কিন্তু দলের জন্য লড়াই করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।

এদিকে, অস্ট্রেলিয়ার পার্থে আগামী ২১শে নভেম্বর থেকে শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ।