দীর্ঘ ৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে ডিএলএস পদ্ধতিতে পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে তারা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরে এসেছে।
ম্যাচে একাধিকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। ৩৭ ওভারে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। দলের টপ-অর্ডার এই ম্যাচে ব্যর্থ ছিল। ওপেনার সাইম আইয়ুব ২৩ ও আব্দুল্লাহ শফিক ২৬ রান করে আউট হন।
সর্বোচ্চ ৩৬ রান আসে আগের ম্যাচের নায়ক হাসান নওয়াজের ব্যাট থেকে। এ ছাড়া হুসেইন তালাত করেন ৩১ রান।
বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও শেরফান রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রানের গতি বাড়িয়ে দেন এবং পাকিস্তানকে চাপে ফেলেন।
শেষদিকে রস্টন চেজ ও জাস্টিন গ্রিভসের দৃঢ়তায় জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। চেজ ৪৯ রানে অপরাজিত থাকেন এবং গ্রিভস ২৬ রানে তার সঙ্গে থেকে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এবং বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন চেজ।
এই জয় শুধু সিরিজে সমতাই ফেরায়নি, বরং ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাসও অনেক বাড়িয়ে দিয়েছে। ২০২৩ বিশ্বকাপে খেলতে না পারা দলটি ২০২৭ সালের আসরের জন্য নতুন করে দল গঠন করছে।
এই ম্যাচে তারা ব্যাটিংয়ে উন্নতি এবং বড় ম্যাচে চাপ সামলানোর সক্ষমতা প্রমাণ করেছে। আগামী মঙ্গলবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।