ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:৩৫ পিএম
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে হয়তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেট মহলে গুঞ্জন চলছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজই হতে পারে ৫০ ওভারের ফরম্যাটে তার শেষ ম্যাচ।

ভারতের হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট শাসন করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অসংখ্য রেকর্ড গড়েছেন এবং দলকে বহু গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তারা।

কিন্তু এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভবিষ্যৎ প্রজন্মের দিকে নজর দিচ্ছে। ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

নাগপুরে রোহিতের শেষ ওয়ানডে ম্যাচ?

১৯, ২৩ ও ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এই সিরিজ শুরু হওয়ার আগেই রোহিত ও বিরাট তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ঘোষণা দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

যদি সত্যিই এমনটা হয়, তাহলে নাগপুরের এই সিরিজেই শেষবারের মতো ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মাকে খেলতে দেখা যাবে।

লেজেন্ড ওপেনার সুনীল গাভাস্কারও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি সম্প্রতি বলেন, ‘আমার মনে হয় না তারা (রোহিত ও বিরাট) ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন।’

দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে, ২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর। বয়স এবং ফিটনেস বিবেচনায় টিম ম্যানেজমেন্ট এখন থেকেই নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে।

কোচ গৌতম গম্ভীরের অধীনে দল চাইছে বিশ্বকাপের আগে তরুণরা যেন যথেষ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে পারে। এরই মধ্যে শুভমন গিলকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ার সত্যিই ঈর্ষণীয়। তিনি ২৭৩ ম্যাচে ১১,১৬৮ রান করেছেন, যার মধ্যে ৩২টি সেঞ্চুরি এবং ৫৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তার তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে।