বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা। আগামী অক্টোবরে নির্ধারিত এই নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে গুঞ্জন চলছে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি তার দায়িত্ব চালিয়ে যাবেন?
গত ৩০ মে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার সময় বুলবুল বলেছিলেন, তিনি ‘টি-টোয়েন্টি ম্যাচ খেলতে’ এসেছেন, অর্থাৎ তিনি কেবল অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কাজ করতে চান।
তার মেয়াদ আর এক মাসের মতো বাকি। তবে সম্প্রতি নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।
নিজের সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে বুলবুল বলেন, আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।
আমি ফ্রি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।
বুলবুলের ‘টি-টোয়েন্টি’ মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটা তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর। এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি।
তার এই মন্তব্যটি আগের ‘টি-টোয়েন্টি’ মনোভাব থেকে সম্পূর্ণ বিপরীত। এটি ইঙ্গিত দেয় যে, তিনি বিসিবির সভাপতির পদে একটি দীর্ঘমেয়াদি ভূমিকা পালন করতে প্রস্তুত।
সাম্প্রতিক গুঞ্জন ছড়িয়েছে যে, নির্ধারিত সময়ে বিসিবির নির্বাচন নাও হতে পারে। এ বিষয়ে বুলবুল জানান, নির্বাচন সময়মতোই হবে এবং এই নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো অপ্রয়োজনীয় আলোচনার প্রয়োজন নেই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন