ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপ থেকে সড়ে দাঁড়াল ড্রিম-১১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:০২ পিএম
স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম-১১। ছবি- সংগৃহীত

ভারতের অন্যতম বৃহৎ ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম-১১ ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে। নতুন আইনে তাদের মূল ব্যবসা অবৈধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ভারত সরকার ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ পাস করেছে। এ আইনে টাকা দিয়ে খেলা যায় এমন সব রিয়েল মানি গেমিং নিষিদ্ধ করা হয়েছে।

ড্রিম-১১ মূলত এই ধরনের গেমের মাধ্যমেই আয় করত। ফলে ব্যয়বহুল স্পনসরশিপ চালিয়ে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কোম্পানি।

ড্রিম-১১ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত প্রায় ৩৫৮ কোটি রুপির স্পনসরশিপ চুক্তি করেছিল। পাশাপাশি মাই-ইলেভেন সার্কেলসহ অন্যান্য ফ্যান্টাসি গেম কোম্পানিও প্রতি বছর প্রায় এক হাজার কোটি রুপি ভারতীয় ক্রিকেটে বিনিয়োগ করত।

তবে নতুন আইন কার্যকর হওয়ার পর ড্রিম-১১ বিসিসিআইকে জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সরে দাঁড়াতে বাধ্য হচ্ছে। এদিকে সামনে এশিয়া কাপ ২০২৫-এর মতো বড় টুর্নামেন্ট রয়েছে।

জরিমানা দিতে হবে না কেন?

অনেকে প্রশ্ন তুলছেন—তাহলে কি বিসিসিআই ড্রিম-১১-কে জরিমানা করতে পারবে না? আসলে, চুক্তিতেই বিশেষ শর্ত ছিল।

সেখানে বলা হয়েছিল, যদি নতুন কোনো আইন কোম্পানির ব্যবসা বন্ধ করে দেয়, তবে তারা স্পনসরশিপ থেকে সরে গেলেও জরিমানা গুনতে হবে না।

নতুন বিল কার্যত তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। ফলে আইনি দিক থেকে ড্রিম-১১ দায়মুক্ত। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড্রিম-১১ শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের বড় স্পনসর। ভারতীয় দলের পাশাপাশি তারা একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি, আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং শীর্ষ ক্রিকেটারদের স্পনসর করে আসছিল।

এমএস ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, জসপ্রিত বুমরাহদের মতো তারকাদের বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেছে এই ব্র্যান্ডকে।

২০২০ সালে চীন-ভারত উত্তেজনার কারণে ভিভো আইপিএল স্পনসরশিপ ছাড়লে সেই জায়গায় দাঁড়িয়ে যায় ড্রিম-১১। এবার নতুন আইন তাদের কার্যক্রমই বন্ধ করে দিল।

ফলে শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বের বিভিন্ন লিগ ও খেলোয়াড়দের আর্থিক দিকেও প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্ত।