ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জনপ্রিয় লিগের নিলামে নাম দিলেন রিয়াদসহ ২৩ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৩:৩০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০ (SA20)-এর আসন্ন নিলামে নাম লিখিয়েছেন মোট ৭৮২ জন ক্রিকেটার। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

জানা গেছে, এই বিপুল সংখ্যক খেলোয়াড়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৩২৮ জন এবং বিদেশি ক্রিকেটার আছেন ৪৫৪ জন।

এবারের নিলামে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে ২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া অন্য কোনো ক্রিকেটারের নাম এখনো জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, আরও বেশ কিছু তারকা ক্রিকেটার এই তালিকায় রয়েছেন।

বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের তালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড, যাদের ১৫৩ জন খেলোয়াড় নিলামে নাম দিয়েছেন। এরপরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৫০), পাকিস্তান (৪০), শ্রীলঙ্কা (৩৬) এবং আফগানিস্তান (২৭)।

ভারত থেকে ১৩ জন এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে ক্রিকেটার নিবন্ধন করেছেন। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে ক্রিকেটার রয়েছেন।

কম্বোডিয়া, জার্মানি, উগান্ডা ও মালয়েশিয়ার মতো দেশগুলো থেকে একজন করে ক্রিকেটারও নাম দিয়েছেন।

এবারের নিলামে বেশ কিছু নামকরা এবং অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি তরুণ প্রতিভাবানরাও রয়েছেন। ৪৬ বছর বয়সী ইমরান তাহির নিলামের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নিবন্ধন করেছেন, আর ৪৩ বছর বয়সী ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসনও এই তালিকায় রয়েছেন।

এছাড়াও, মার্টিন গাপটিল, জেসন রয়, ডেভন কনওয়ে, রহমানুল্লাহ গুরবাজ এবং রিস টপলি-এর মতো আন্তর্জাতিক তারকারাও নিলামে উঠবেন।

দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, কেশভ মহারাজ এবং লুঙ্গি এনগিডি-এর মতো পরিচিত মুখরা নিলামের আকর্ষণ বাড়িয়েছেন।

এবার প্রতিটি দল একজন করে ওয়াইল্ডকার্ড খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে। এই ওয়াইল্ডকার্ড খেলোয়াড় দক্ষিণ আফ্রিকান বা বিদেশি হতে পারেন এবং তার পারিশ্রমিক দলের নির্দিষ্ট স্যালারি ক্যাপ-এর বাইরে থাকবে।

এবারের এসএ২০ টুর্নামেন্ট ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং আগামী বছরের ২৫ জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।