এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।
অন্যদিকে, সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্য নিয়ে খেলবে সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়।
প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এই জয়ের মধ্য দিয়ে ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করবেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০টি জয়ের স্বাদ পাবেন তিনি। এ রেকর্ডে তার আগে আছেন কেবল দুজন—৫৩ জয় নিয়ে সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান এবং দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের জয় ৫২টি।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ কেমন হবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ রয়েছে। দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এ বিষয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন যে সেরা একাদশই মাঠে নামবে।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি, আমাদের ভালো প্লেয়ারের সংখ্যা যেন বাড়তে থাকে।