ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

মেয়েদের বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:২৮ পিএম
নারী বিশ্বকাপ ট্রফি। ছবি- সংগৃহীত

১২ বছর পর আবারও ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মেয়েদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কার বিভিন্ন শহরে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এই আসরে মোট আটটি দল এতে অংশ নেবে। এর মধ্যেই বৃহস্পতিবার থেকে এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

এবারের নারী বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। আইসিসির কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের তুলনায় এটিই সর্বনিম্ন দাম। ফ্যানবেস বাড়ানোর জন্য গুগল পে-এর সঙ্গে যুক্ত হয়েছে আইসিসি।

টিকিটের এই কম দামই দেখিয়ে দিচ্ছে যে, মেয়েদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দৃঢ়প্রতিজ্ঞ। তাদের এই পদক্ষেপ মূলত নারী ক্রিকেটকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য।

আগের বিশ্বকাপগুলোতে টিকিটের দাম অনেক বেশি ছিল। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় শিশুদের টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ছিল ৩৫০ টাকা এবং বড়দের টিকিটের দাম ছিল ৮৫০ টাকা। এবারের দামের তুলনায় যা প্রায় আট গুণ বেশি।

টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে, একটি এক্সক্লুসিভ চার দিনের প্রি-সেল উইন্ডোর মাধ্যমে। এই সময়ে ভারত ও শ্রীলঙ্কার সব গ্রুপ পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে।

Google Pay ব্যবহার করে Tickets.cricketworldcup.com-এ গিয়ে সহজেই পছন্দের ম্যাচের টিকিট বুক করতে পারবেন। এই বিশেষ উইন্ডো খোলা থাকবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ৯ সেপ্টেম্বর রাত ৮টা থেকে।

এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে এক অবিস্মরণীয় মুহূর্ত। গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে পারফর্ম করবেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।

তিনি এই বিশ্বকাপের অপ্রকাশিত অফিসিয়াল অ্যান্থেম ‘Bring it Home’-এ কণ্ঠ দিয়েছেন। মেয়েদের বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে।