আগামী নভেম্বর মাসে বাংলাদেশ সফরের জন্য পূর্ণাঙ্গ টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১৫ সদস্যের টেস্ট দলে জায়গা পায় নতুন পাঁচ ক্রিকেটার। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ পেসার মার্ক এডেয়ার ও বাঁহাতি পেসার জশ লিটল।
অ্যান্ডি বালবির্নির নেতৃত্বে ঘোষিত টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পাঁচজন ক্রিকেটার। তারা হলেন, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, অলরাউন্ডার জর্ডান নিল, বাঁহাতি পেসার লিয়াম ম্যাককার্থি এবং লেগস্পিনার গ্যাভিন।
নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট কারমাইকেলের প্রশংসা করে বলেন, তার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে শতরানের পারফরম্যান্সই তাকে এই সুযোগ এনে দিয়েছে।
হোয়াইট আরও বলেন, টেস্ট ক্রিকেটে আবার ফিরে আসা অসাধারণ অনুভূতি... গরম ও আর্দ্র এশিয়ান পরিবেশে ধারাবাহিক দুইটি টেস্ট খেলতে আমাদের সব পেসার প্রয়োজন হবে।
আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেগ ইয়ং।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক এডেয়ার, রস আডেয়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকব্রেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।
এই সিরিজে আয়ারল্যান্ড দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে।
সিরিজের সময়সূচি: ১ম টেস্ট ১১-১৫ নভেম্বর সিলেট, ২য় টেস্ট ১৯-২৩ নভেম্বর ঢাকা। ১ম টি-টোয়েন্টি ২৭ নভেম্বর চট্টগ্রাম, ২য় টি-টোয়েন্টি ২৯ নভেম্বর চট্টগ্রাম, ৩য় টি-টোয়েন্টি ২ ডিসেম্বর ঢাকা।