ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

প্রথম ওভারেই মারুফার আঘাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৭:৩০ পিএম
পেসার মারুফা আক্তার। ছবি- সংগৃহীত

বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল ইংল্যান্ড নারী দল। ওভারের তৃতীয় বলে আম্পয়ারের ভুল সিধান্তে জীবন পেয়েও বেশি সময় টিকতে পারল না ইংল্যান্ড ওপেনার অ্যামি জোন্স।

দলীয় ৬ রানের মাথায় মারুফার দারুণ ডেলিভারিতে পরাস্থ হয়ে ব্যাক্তিগত ১ রানে সাজঘরে ফেরে উইকেটকিপার ব্যাটার অ্যামি জোন্স ।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড নারী দলের সগ্রহ ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬ রান। বল হাতে বাংলাদেশর হয়ে একমাত্র উইকেটটি নেয় পেসার মারুফা।

এর আগে, প্রথমে ব্যাট করে সোহানার ফিফটিতে ১৭৮ রানের সংগ্রহ পায় নিগার সুলতানা জ্যোতির দল।

ব্যাট হাতে বাংলাদেশর হয়ে ৫২ বলে ৩০ রান করে শারমিন আক্তার, ১০৮ বলে ৬০ রান করে সোহানা এবং ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকে রাবেয়া খান।

প্রথম ইংনিংসে বল হাতে ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেয় সোফি একলস্টোন, এবং ২টি করে উইকেট নেয় অ্যালিস ক্যাপসি, লিনসি স্মিথ ও চার্লি ডিন।