আফগানিস্তানের বাঁ-হাতি লেগ স্পিনার নূর আহমদ যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-২০-এর চতুর্থ আসরে ডেজার্ট ভাইপার্স দলে।
শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা জাতীয় দলের ব্যস্ততার কারণে টুর্নামেন্টে অংশ নিতে না পারায় তার বিকল্প হিসেবে নূরকে দলে নিয়েছে ভাইপার্স।
মাত্র ২০ বছর বয়সি নূর ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আইপিএল, হান্ড্রেড, সিপিএল, এসএ২০, বিপিএল, বিগ ব্যাশ ও পিএসএলসহ প্রায় সব বড় লিগেই খেলেছেন তিনি।
এর আগে ২০২২-২৩ মৌসুমে আইএলটি-২০-এর উদ্বোধনী আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে সাত ম্যাচ খেলেছিলেন নূর আহমদ।
সংযুক্ত আরব আমিরাতে তিনি এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১০টি আফগানিস্তানের জার্সিতে। দেশের মাটিতে তার ঝুলিতে রয়েছে ১৫ উইকেট, গড় ২৩.৭৩ এবং ইকোনমি রেট ৬.৮৪।
ভাইপার্স দলে যোগ দিয়ে তিনি দুই আফগান সতীর্থ—স্পিনার কায়েস আহমদ ও পেসার ফারিদুন দাউদজাইয়ের সঙ্গে খেলবেন।
দল পেয়ে নূর বলেন, ‘আমি প্রথম আসরে এখানে খেলেছিলাম, তাই এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। দলে আরও দুইজন আফগান খেলোয়াড় থাকায় পরিচিত মুখও পাব, যা আমার জন্য স্বস্তিদায়ক।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন