ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

স্বপ্নের ফাইনালে ট্রফি জয়ের লক্ষ্যে দু-দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৪:০৮ পিএম
ভারত ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ছবি- আইসিসি

২০২৫ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে আয়োজক ভারত ও দক্ষিণ আফ্রিকা। নবি মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ছাড়া এবার নতুন কোনো দেশ প্রথমবারের মতো ট্রফি জয়ের পথে নামছে।

সেমিফাইনালে অত্যন্ত দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে রোমাঞ্চকর ওডিআই ইতিহাসে অন্যতম সেরা রান-তাড়ার ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত নিশ্চিত করে স্বপ্নের ফাইনাল।

দুই দলের স্কোয়াডে অভিজ্ঞতা, তারুণ্য ও শক্তিমত্তার মিশেলে লড়াই জমে উঠবে। ভারতের হারমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমিমা ও রিচা ঘোষের ফর্ম এই ম্যাচে ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে আক্রমণাত্মক ব্যাটার লরা উলভার্ট, মারিজান কাপ ও তাজমিন ব্রিটস রয়েছেন ব্যাট হাতে চিরচেনা ফর্মে।

দু-দলের শক্তির হিসেবে ফাইনালে এগিয়ে রয়েছে ভারত। তবে, চলতি বিশ্বকাপে দু-দলের প্রথম দেখায় ভারত হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে, আরও দু’বার নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ২০০৫ এবং ২০১৭ সালে। কোনোবারই শিরোপা হাতে তুলে নিতে পারেনি তারা।

প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে, দ্বিতীয়বার ইংল্যান্ডের কাছে হেরে শিরোপাহীন থাকতে হয়েছে তাদের।