ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আনচেলত্তির হাত ধরেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন রিভালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:৩১ এএম
কার্লো আনচেলত্তি ও রিভালদো। ছবি- সংগৃহীত

ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগে খুশি দেশটির কিংবদন্তি ফুটবলার রিভালদো। ইতালিয়ান এই কোচের প্রশংসা করে তিনি বলেছেন, আনচেলত্তির অধীনে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের দীর্ঘ অপেক্ষা শেষ হতে পারে।

সোমবার আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পর রিভালদো তার প্রতিক্রিয়া জানান। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য বলেন, ইউরোপ ও ব্রাজিলে খেলা খেলোয়াড়দের নিয়ে আনচেলত্তি একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল গঠন করতে সক্ষম।

রিভালদো মনে করেন, জাতীয় দল নিয়ে ভালোভাবে বিশ্লেষণের যথেষ্ট সময় পেলে আনচেলত্তির নেতৃত্বেই ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে। তিনি এই ‘দুর্দান্ত চ্যালেঞ্জ’-এর জন্য আনচেলত্তিকে শুভকামনা জানিয়েছেন।

এর আগে বিদেশি কোচ নিয়োগের বিপক্ষে সরব ছিলেন রিভালদো। তবে আনচেলত্তির নিয়োগের পর তিনি বলেন, ‘অন্তত সেরাদের একজনকে বেছে নিয়েছে তারা। একজন সফল কোচ, এসি মিলানে তার অধীনে খেলার সুযোগ হয়েছিল আমার। যে ক্লাবের দায়িত্বে ছিলেন সেখানেই জিতেছেন।’ যদিও বিশ্বকাপের আগে আনচেলত্তির হাতে খুব বেশি সময় নেই, তবুও ভালো করার সম্ভাবনা দেখছেন রিভালদো।

বিদেশি কোচদের নিয়োগের বিপক্ষে নিজের অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন রিভালদো। তিনি বলেন, ‘যাই হোক না কেন, এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপই আমাদের দেশি কোচ জিতিয়েছেন। কোনো বিদেশি কোচ এখন পর্যন্ত অন্য দলের হয়ে বিশ্বকাপ জেতেনি।’

উল্লেখ্য, ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর দীর্ঘ দুই দশক ধরে হেক্সা শিরোপার জন্য অপেক্ষা করছে সেলেসাওরা। রিভালদোর বিশ্বাস, কার্লো আনচেলত্তির হাত ধরেই সেই অপেক্ষার অবসান ঘটবে।