শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০১:৩৬ পিএম

আজ হামজাদের সামনে ৩৬৫ কোটির লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০১:৩৬ পিএম

আজ হামজাদের সামনে ৩৬৫ কোটির লড়াই

হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে আজ  মুখোমুখি হচ্ছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড এবং সান্ডারল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে।

চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালকে ‘ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ’ বলা হয়। কারণ এই ম্যাচের জয়ী দলের অ্যাকাউন্টে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৬৫ কোটির বেশি টাকা) যোগ হবে।

প্রিমিয়ার লিগের আর্থিক সামর্থ্যের কারণেই এই ম্যাচ এত বেশি অর্থের হয়ে ওঠে। বিশ্বের সবচেয়ে বেশি অর্থকরী লিগটিতে প্রতি মৌসুমে ২০টি দল খেলে।

প্রতি বছর পয়েন্ট তালিকার শেষ তিনটি দল দ্বিতীয় স্তরে নেমে যায় এবং চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ দুটি দল ও প্লে-অফের মাধ্যমে আরেকটি দল প্রিমিয়ার লিগে উঠে আসে। 

এ বছর এরই মধ্যে লিডস ইউনাইটেড ও বার্নলি চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে। তৃতীয় স্থানটির জন্য লড়ছে সান্ডারল্যান্ড ও শেফিল্ড

প্রিমিয়ার লিগের হাতছানি

শেফিল্ড ২০২৩-২৪ মৌসুমেও প্রিমিয়ার লিগে খেলেছিল, তবে টিকে থাকতে পারেনি। অন্যদিকে, ২০১৭ সালে অবনমিত হওয়ার পর সান্ডারল্যান্ড এখনো প্রিমিয়ার লিগে ফিরতে পারেনি।

দুটি ক্লাবের সামনেই প্রিমিয়ার লিগে ফেরার পাশাপাশি বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ অংশগ্রহণকারী প্রতিটি দলের মধ্যে সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপ থেকে পাওয়া আয় ভাগ করে দেয়। এ ছাড়া, ম্যাচ ডে থেকেও ভালো আয় হয়। 

সিবিএস স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগে উঠলেই একটি দল প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের মতো আয় করে থাকে।

২০২০ সালে আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েটের এক প্রতিবেদনে বলা হয়, চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে জেতা দল ১৬.৭ কোটি থেকে ৩২.৮ কোটি ডলার পর্যন্ত বাড়তি আয়ের মালিক হতে পারে। 

২০২০-২১ মৌসুমের অফিসিয়াল তথ্য অনুযায়ী, সে মৌসুমে প্রিমিয়ার লিগের ২০টি দলের মধ্যে শুধু সম্প্রচার আয় বাবদই ৩০০ কোটি মার্কিন ডলার ভাগ করে দেওয়া হয়েছিল। 

প্রিমিয়ার লিগে ওঠার পর যে দল যত বেশি সময় টিকে থাকে, আয়ের পরিমাণও তত বাড়ে।

যদি কোনো দল চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠার এক মৌসুম পরই আবার নেমে যায়, তবু ‘প্যারাশুট মানি’ নামে একটি অংশ পায়, যা তিন বছর ধরে দেওয়া হয়।

এদিকে, বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী মূলত লেস্টার সিটির খেলোয়াড়। শেফিল্ডে তিনি ধারে খেলছেন। মৌসুম শেষে তিনি লেস্টারে ফিরে যাবেন নাকি শেফিল্ড তাকে কিনে নেবে, তা এখনো অজানা। 

তবে শেফিল্ডের হয়ে মৌসুমের শেষবেলায় ‘ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ’ টাই খেলতে যাচ্ছেন তিনি। শেফিল্ড-সান্ডারল্যান্ড ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা ১ মিনিটে শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!