১৭ বছর বয়সী লামিন ইয়ামাল বার্সেলোনার মূল দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। এবার ২০৩১ সাল পর্যন্ত নতুন এক দীর্ঘমেয়াদী চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই তরুণ উইঙ্গার।
ইএসপিএন ও ইউরোপের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো নির্ভরযোগ্য সূত্রে এই খবর নিশ্চিত করেছে।
বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা এবং ইয়ামালের এজেন্ট হোর্হে মেন্দেসের মধ্যে সোমবারের ইতিবাচক বৈঠকের পর দ্রুতই এই নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইয়ামালের সাথে চুক্তির বিস্তারিত
বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার কথা ছিল ইয়ামালের। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার (১৩ জুলাই) আগেই তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে বাঁধতে আগ্রহী ক্লাব।
২০২৩ সালে স্বাক্ষরিত তার আগের চুক্তিটি মাত্র তিন বছরের ছিল, কারণ ১৮ বছরের কম বয়সী কোনো খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আইনিভাবে বৈধ নয়।
নতুন এই চুক্তির মাধ্যমে ইয়ামালের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, চুক্তিতে একাধিক পারফরম্যান্স বোনাস যুক্ত করা হয়েছে, যার মধ্যে ব্যালন ডি’অর জয়ের জন্য আলাদা বোনাসও রয়েছে।
বার্সা সভাপতি লাপোর্তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ইয়ামালের জন্য ‘বিশেষ’ বরাদ্দ থাকবে, যা এই নতুন চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
বার্সার ভবিষ্যৎ পরিকল্পনা ও ইয়ামালের অবদান
হান্সি ফ্লিকের অধীনে ইয়ামাল বর্তমানে বার্সেলোনা দলের অবিচ্ছেদ্য অংশ। চলতি মৌসুমে বার্সার ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জয়ে (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপা) তার অবদান ছিল অনবদ্য।
৫৫ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্টের পাশাপাশি রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো এবং ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের মতো বড় ম্যাচেও তার ঝলমলে পারফরম্যান্স দেখা গেছে।
ক্লাব সূত্র অনুযায়ী, ইয়ামালকে ঘিরেই আগামী এক দশকের পরিকল্পনা সাজাচ্ছে বার্সেলোনা। তার সঙ্গে নতুন চুক্তির পাশাপাশি সম্প্রতি পেদ্রি, গাভি, পাও কুবারসি এবং রাফিনহাও তাদের চুক্তি নবায়ন করেছেন। এভাবেই নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে বার্সেলোনা তাদের ভবিষ্যৎ ভিত্তি গড়ে তুলছে।
বার্সার পাশাপাশি জাতীয় দল স্পেনের হয়েও আলো ছড়াচ্ছেন ইয়ামাল। গত ইউরো জয়ের পথে ‘লা রোহা’র অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। এরই মধ্যে তিনি জিতেছেন কোপা ট্রফি, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড, এবং লরিয়াস অ্যাওয়ার্ডে বছরের সেরা উদীয়মান তারকার পুরস্কার।
মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ায় পা রাখা ইয়ামাল ১৫ বছর বয়সে জাভির অধীনে বার্সার মূল দলে অভিষেক ঘটান। এরপর যা করেছেন, তা যেন এক রূপকথার গল্প।
নতুন এই চুক্তি তাকে বার্সেলোনার ইতিহাসের অন্যতম প্রতীকী খেলোয়াড়দের কাতারেও নিয়ে যেতে পারে তাকে।