বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৪:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে গরমের হুঁশিয়ারি 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৪:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে তীব্র গরমের সঙ্গে মুখোমুখি হয়েছে ফুটবলারা। এই পরিস্থিতি আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের আগাম সতর্কবার্তা। 

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্রীড়া আসরগুলোকে নতুন ধরনের সংকটের মুখে ফেলছে।

ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালে (জুন-জুলাই) বড় বড় টুর্নামেন্ট আয়োজন এখন খেলোয়াড় ও দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। 

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে এ বিষয়ে আরও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইংল্যান্ডের লিডস শহরের প্রিস্টলি সেন্টার ফর ক্লাইমেট ফিউচারস-এর পরিচালক অধ্যাপক পিয়ার্স ফস্টার বলেন, আমরা যত সামনে এগোব, গরমের ঝুঁকিও তত বাড়বে। 

এই পরিস্থিতিতে খেলার সময়সুচি শীতকালে আনা বা ঠান্ডা অঞ্চলগুলোতে আয়োজন করার মতো সিদ্ধান্ত বিবেচনায় আনা জরুরি।

তিনি আরও বলেন, আমি ভীষণভাবে চিন্তিত। এখনই সময়, ক্রীড়া সংস্থাগুলো যেন জলবায়ু ও স্বাস্থ্য বিজ্ঞানকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করে।

অথচ টুর্নামেন্ট ফুটবলের ঐতিহ্যই হল গ্রীষ্মকালের খেলা! ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের পর থেকে জুন-জুলাই সময়কালেই হয়ে এসেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজন।

এবারের ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মাঠের তাপমাত্রা ছিল প্রায় ৯৫ ডিগ্রি ফারেনহাইট (৩৫ ডিগ্রি সেলসিয়াস)। 

খেলোয়াড়রা জানান, এমন আবহাওয়ায় খেলাটা শুধু কষ্টকরই নয়, ভয়ানক ঝুঁকিপূর্ণও। কেউ কেউ মাথা ঘোরা ও দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মতো কথাও বলেন।

বিশ্বকাপের মতো বড় আসর যখন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন গরমের এই চ্যালেঞ্জ কেবল খেলোয়াড় নয়, হাজারো দর্শক ও স্বেচ্ছাসেবকদের জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলেন, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতের ফুটবল কেবল উত্তেজনার নয়, বিপদের খেলার মঞ্চ হয়ে উঠতে পারে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!