ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ইউরোপে কি মেসির ফেরার আভাস?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:০৬ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির ইউরোপে ফেরার গুঞ্জন আবারও ছড়িয়ে পড়েছে। আর সেই গুঞ্জনের হাওয়া জোরালো হয়েছে ইতালির সিরি আ ক্লাব কোমো ১৯০৭-এর প্রধান কোচ সেস্ক ফ্যাব্রেগাসের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে।

এক সংবাদ সম্মেলনে কোমো কাপের আগাম প্রস্তুতি নিয়ে কথা বলার সময় ফ্যাব্রেগাস জানান, লিও এখন যুক্তরাষ্ট্রে, তবে কখনোই কিছু বলা যায় না। এই ‘never say never’ মন্তব্যটিই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।

জল্পনার পেছনে আরও জোরদার কারণ হলো, সম্প্রতি কোমো ও লিলের এক প্রীতি ম্যাচে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে কোমো স্টেডিয়ামে দেখা গেছে।

তার সঙ্গে ছিলেন মেসির সন্তানরাও এবং ফ্যাব্রেগাসের সন্তানরা। দুই পরিবারের দীর্ঘদিনের বন্ধুত্বকে ঘিরে প্রশ্ন উঠেছে—এটা কি শুধুই পারিবারিক ভ্রমণ, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে?

এই বিষয়ে ফ্যাব্রেগাস বলেছেন, লিও আমার বাড়িতে বেড়াতে এসেছিল। আমরা দুজন বন্ধু, আমাদের স্ত্রী ও সন্তানরাও বন্ধু। ও এখন যুক্তরাষ্ট্রেই আছে। তবে তিনি সরাসরি সম্ভাবনাকে উড়িয়ে দেননি।

নতুন করে সিরি আ-তে উঠে আসা কোমো ১৯০৭ ইতালির দলগুলোর মধ্যে অন্যতম উচ্চাভিলাষী হিসেবে আবির্ভূত হয়েছে। দলবদলে তারা ইতিমধ্যে ১০০ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করেছে।

গুজব রয়েছে, তারা তুরস্কের গালাতাসারাইয়ে খেলা আলভারো মোরাতাকেও দলে ভেড়াতে চায়। যদিও কোচ ফ্যাব্রেগাস সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি।

সেস্ক ফ্যাব্রেগাস বলেন, আমি অসমাপ্ত বিষয়ে কথা বলতে পছন্দ করি না।

মেসির মতো তারকাকে দলে নেওয়া এখনই অসম্ভব মনে হলেও, কোমোর এই আক্রমণাত্মক দলগঠনের নীতির প্রেক্ষাপটে সেটি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মেসির সঙ্গে ফ্যাব্রেগাসের গভীর বন্ধুত্ব, একসাথে ছুটি কাটানো এবং আন্তোনেলার সফর—সব মিলিয়ে সম্ভাবনার জানালা একটুখানি হলেও খোলা থাকছেই।

এই মুহূর্তে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে লিগস কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তার চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। ফলে নতুন মৌসুমে তিনি কোন দলে খেলবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ফুটবলে চমক নতুন কিছু নয়। ফ্যাব্রেগাস যেমন বলেছেন ‘ফুটবলে কিছুই চূড়ান্ত নয়।’