ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

নিষেধাজ্ঞার কবলে আল হিলাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১২:৩৪ পিএম
আল হিলাল ফুটবল ক্লাব। ছবি- সংগৃহীত

সৌদি আরবের জনপ্রিয় ফুটবল ক্লাব আল হিলালকে বড় শাস্তির মুখে পড়তে হচ্ছে। সৌদি সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন দলটি আগামী ২০২৬-২৭ মৌসুমে এই টুর্নামেন্টে খেলতে পারবে না এবং তাদের ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।

গত মাসে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হেরে বিদায় নেয় আল হিলাল। টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের ক্লান্তি ও চোটের কারণে তারা এবারের সৌদি সুপার কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। 

এই সিদ্ধান্তের কারণেই সৌদি ফুটবল ফেডারেশন আল হিলালের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আল হিলাল সরে দাঁড়ানোয় তাদের পরিবর্তে এবারের টুর্নামেন্টে সুযোগ পেয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী দল আল আহলি। হংকংয়ে আগামী ১৯ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে এবারের সৌদি সুপার কাপ। 

এতে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ—এই চারটি দল অংশ নেবে।

১৯ আগস্ট ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর এবং আল ইত্তিহাদের ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হবে। সৌদি ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আল হিলাল আপিল করতে পারবে।