পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সফল দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ক্লাবটির সাবেক কোচ ভ্যালেরিউ তিতা।
রোমানিয়ান এই কোচ অভিযোগ করেছেন যে, ক্লাবটি তাকে তিন মাসের বেতন, পুরস্কারের অর্থ এবং দেশে ফেরার বিমান ভাড়া পরিশোধ করেনি।
গত বছর জুলাই মাসে অস্কার ব্রুজোনের স্থলাভিষিক্ত হয়ে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন তিতা। তার অধীনে দলটি বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল।
তবে প্রিমিয়ার লিগে খারাপ পারফরম্যান্সের কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিতা বলেছিলেন, তিন মাসের বেতন এবং বোনাস আমাকে দেওয়া হয়নি। সেই সঙ্গে বিমান ভাড়াও আমাকে নিজের পকেট থেকে দিতে হয়েছে।
গত মৌসুমে আর্থিক সংকটের কারণে বসুন্ধরা কিংসের বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় দল ছেড়ে চলে যান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি। এএফসি চ্যালেঞ্জ লিগেও তারা কোনো ম্যাচ জিততে পারেনি।
কিংস থেকে বরখাস্ত হওয়ার পর গত জুন মাসে ওমানের ক্লাব আল-সীবে যোগ দেন ৫৯ বছর বয়সী তিতা। তিনি জানান, তার ট্রেইনার খালিল চারকুনও একই ধরনের অভিযোগ করেছেন কিংস কর্তৃপক্ষের বিরুদ্ধে।
তিতা আরও বলেন, আমাদের আসার আগে ক্লাবের অবস্থা খুব ভালো ছিল। তখন এএফসি কাপ জেতাও সহজ ছিল। কিন্তু আমরা আসার পর থেকেই সবকিছুতে সমস্যা শুরু হয়।
খেলোয়াড় ছিল না, টাকা ছিল না, বোনাস ছিল না, কিছুই ছিল না। এতকিছুর পরও আমরা দুটি ট্রফি জিতেছি। এখন তারা নতুন খেলোয়াড় ও স্টাফ নিয়োগ দিচ্ছে। সবকিছুই অদ্ভুত মনে হচ্ছে।