আবারও ইনজুরিতে ভুগছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার আগে পুরোপুরি ফিট হতে পারবেন না বলে জানিয়েছেন দলের কোচ পেপ গার্দিওলা।
স্পেনের এই তারকা খেলোয়াড় গত বছরের সেপ্টেম্বর মাসে একটি গুরুতর আঘাত পান। আগাতে তার পেশির বন্ধনী ছিঁড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন।
২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ী রদ্রি প্রিমিয়ার লিগের শেষের দিকে বর্নমাউথের বিপক্ষে খেলায় আংশিকভাবে মাঠে ফিরেছিলেন।
গ্রীষ্মকালে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপেও তিনি সিটির দলে ছিলেন, যেখানে তারা সৌদি আরবের আল-হিলালের কাছে শেষ ষোলো পর্বে পরাজিত হয়।
সেই ম্যাচে রদ্রি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামলেও অতিরিক্ত সময়ে পেশীর সমস্যা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এ বিষয়ে গার্দিওলা বলেন, রদ্রি উন্নতি করছে, তবে আল-হিলালের ম্যাচে সে বড় একটি আঘাত পেয়েছে। গত কয়েকদিন ধরে সে ভালোভাবে অনুশীলন করছে। আশা করছি আন্তর্জাতিক বিরতির পর সে পুরোপুরি ফিট হয়ে উঠবে।
আগামী ১৬ আগস্ট ওলভসের বিপক্ষে প্রিমিয়ার লিগ শুরু করবে সিটি। এরপর তারা টটেনহ্যাম ও ব্রাইটনের মুখোমুখি হবে আন্তর্জাতিক বিরতির আগে।
গার্দিওলা বলেন, এই ম্যাচগুলোতে হয়তো সে কিছু সময় খেলতে পারবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার কোনও ব্যথা না থাকা। আমরা চাই না রদ্রি ফিরে এসে আবার আঘাত পায়। আমরা সেটা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করবো।
আপনার মতামত লিখুন :