রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সির ভবিষ্যৎ অবশেষে চূড়ান্ত হলো। তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনদ্রিক এবার এই আইকনিক জার্সিটি পড়বেন।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে এনদ্রিকের নামের পাশে নতুন নম্বরটি যুক্ত করে এই খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ১০ নম্বর জার্সি বেছে নেওয়ায় ৯ নম্বর জার্সিটি খালি ছিল। এরপর থেকেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন ছিল, কে হবেন এই জার্সির পরবর্তী মালিক?
সেই প্রশ্নেরই উত্তর মিলল। ১৭ বছর বয়সী এনদ্রিক, যিনি ২০২২ সালের শেষের দিকে পালমেইরাস থেকে মাদ্রিদে যোগ দিয়েছিলেন, এবার সেই গুরুদায়িত্ব পেলেন।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে ৯ নম্বর জার্সির রয়েছে এক গৌরবময় ঐতিহ্য। আলফ্রেডো ডি স্টেফানো, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমার মতো কিংবদন্তিরা এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন।
এখন সেই জার্সির উত্তরাধিকারী হিসেবে নাম লেখালেন এনদ্রিক। গত মৌসুমে মাদ্রিদের হয়ে ৩৭ ম্যাচে সাত গোল করা এই তরুণ স্ট্রাইকারের ওপর ক্লাব ও সমর্থকদের অনেক প্রত্যাশা রয়েছে।
এদিকে, গত মৌসুমে এনদ্রিকের ১৬ নম্বর জার্সিটি পরবেন গঞ্জালো গার্সিয়া। এনদ্রিক এবং গার্সিয়ার মধ্যে এই ৯ নম্বর জার্সি নিয়ে এক প্রকার প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তবে শেষ পর্যন্ত এনদ্রিককেই বেছে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :