ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ভারতে খেলার জন্য ১৮১ কোটি টাকা নিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:০৩ পিএম
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগৃহীত

লিওনেল মেসির আর্জেন্টিনা আগামী নভেম্বরে ভারত সফরে আসছে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দিয়েছে। তবে এই ম্যাচ আয়োজন করতে ভারতকে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু' জানিয়েছে, কেবল একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল দল ১৩০ কোটি রুপি নেবে। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ১৮১ কোটি টাকা।

আর্জেন্টিনা শর্ত দিয়েছে যে, ম্যাচ শুরুর কয়েক মাস আগেই পুরো টাকা পরিশোধ করতে হবে। কেরালার বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি গত ডিসেম্বরেই এই অর্থ পরিশোধ করেছে। এই অর্থ পরিশোধের পরই এএফএ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য বর্তমানে আর্জেন্টিনা সবচেয়ে বেশি পারিশ্রমিক দাবি করে। ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন যে, কোনো চোট না থাকলে এই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি খেলবেন।

বিশ্ব চ্যাম্পিয়নদের দেখতে মুখিয়ে আছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত না হলেও, এই ম্যাচের আয়োজন নিয়ে ভারতীয় ফুটবল মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।