ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ইন্টার মিলানের কোচকে নিয়ে আসল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:১৮ পিএম
রবার্তো কার্লোস মারিও গোমেজ। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন কোচ ও সাবেক ইন্টার মিলানের সহকারী কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজকে নতুন মৌসুমের জন্য নিজেদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস।

এর আগে মৌখিক সম্মতি দিয়েও শেষ পর্যন্ত আসেননি ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস। তার জায়গায় ৬৮ বছর বয়সি এই অভিজ্ঞ কোচকে বেছে নিয়েছে ক্লাবটি।

খেলোয়াড় হিসেবে মারিও গোমেজ একজন ডিফেন্ডার ছিলেন এবং ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে ১৯৮২ ও ১৯৮৪ সালে আর্জেন্টিনার লীগ শিরোপা জিতেছিলেন।

তবে তার আসল খ্যাতি এসেছে কোচিং ক্যারিয়ারে। সহকারী কোচ হিসেবে তিনি স্পেনের মায়োর্কা ও ভ্যালেন্সিয়া এবং ইতালির ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ সারির ক্লাবে কাজ করেছেন।

বিশেষ করে, ভ্যালেন্সিয়ার সহকারী কোচ হিসেবে তার সময়ে দলটি টানা দুটি চ্যাম্পিয়নস লীগ ফাইনাল খেলে। এ সময় দলে ছিলেন পাবলো আইমার, ক্লদিও লোপেজ এবং স্যামুয়েল ইতোর মতো তারকা ফুটবলাররা।

এরপর ইন্টার মিলানে থাকাকালে তিনি রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ান ভিয়েরি এবং জাভিয়ের জানেত্তির মতো কিংবদন্তি খেলোয়াড়দের কোচিং করানোর অভিজ্ঞতা অর্জন করেন।

হেড কোচ হিসেবেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ। দেশের বাইরে তিনি গ্রিস, ইকুয়েডর, হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ক্লাবের দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়ার জোহর দারুল তাজিমের হয়ে তার সাফল্য সবচেয়ে উল্লেখযোগ্য।

২০১৫ সালে তিনি এই ক্লাবকে এএফসি কাপের শিরোপা জেতান। এ ছাড়াও, মালয়েশিয়ান সুপার লীগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড ট্রফি জিতে তিনি সেখানে দারুণ জনপ্রিয়তা লাভ করেন।