ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপের স্বপ্ন পূরণে মিশরের অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৫১ পিএম
বুরকিনা ফাসোর বিপক্ষে গোলশূন্য ড্র করে মিশর। ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করল মিশর। মঙ্গলবার রাতে বুরকিনা ফাসোর বিপক্ষে তাদেরই মাঠে গোলশূন্য ড্র করে হোসাম হাসানের দল। এই ড্রয়ের ফলে দুই ম্যাচ বাকি থাকা সত্ত্বেও এখনো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারলো না তারা।

১৯৯৮ সালে এই মাঠেই অধিনায়ক হিসেবে আফ্রিকা কাপ অব নেশনস জিতেছিলেন হোসাম হাসান। তাই কোচ হিসেবে একই মাঠে দলের বিশ্বকাপ কোয়ালিফিকেশন উদযাপন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো।

ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় মিশর, মাত্র ৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্রাইকার ওমর মারমুশ। এর ফলে আক্রমণে ধার কমে যায় দলটির। লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও এদিন ছিলেন নিষ্প্রভ।

ম্যাচের ৬৬ মিনিটে ওসামা ফাইসালের গোলে মনে হয়েছিল মিশর জয় পেতে যাচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গেই অফসাইড পতাকা উঠলে গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচে মিশরের একমাত্র দুটি অন টার্গেট শট আসে ট্রেজেগের পা থেকে, কিন্তু কোনোটিই বুরকিনা ফাসোর জালে জড়াতে পারেননি তিনি।

অন্যদিকে, প্রথমবারের মতো সংস্কারকৃত স্টেডিয়ামে খেলতে নামা বুরকিনা ফাসোও একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে তাদের হেড থেকে নেওয়া দুটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এই ড্রয়ের ফলে গ্রুপ 'এ'-তে মিশর এখনো শীর্ষস্থানে আছে। তাদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বুরকিনা ফাসো এখনো বিশ্বকাপ কোয়ালিফিকেশন সমীকরণে টিকে আছে। 

তবে তাদের বিশ্বকাপে জায়গা করে নিতে বাকি দুই ম্যাচে জিততে হবে এবং একইসাথে দুর্বল প্রতিপক্ষ জিবুতি ও গিনি-বিসাউয়ের বিপক্ষে মিশরকে হারতে হবে।

রেকর্ড সাতবার আফ্রিকা কাপ অব নেশনস জেতা মিশর এর আগে মাত্র তিনবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে, সালগুলো হলো ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮।