রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে নতুন চুক্তি নিয়ে আর্থিক অচলাবস্থা তৈরি হয়েছে। জানা গেছে, ভিনিসিয়ুস তার সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করছেন, তবে ক্লাব কর্তৃপক্ষ এই দাবি মেনে নিতে অনাগ্রহী।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর বরাতে ট্রান্সফার নিউজ লাইভ জানায়, রিয়াল মাদ্রিদ পরিচালনা পর্ষদ ভিনিসিয়ুসের বাড়তি বেতন চাওয়ার প্রস্তাব গ্রহণের কোনো পরিকল্পনা আপাতত করছে না। ফলে ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
বর্তমানে রিয়াল থেকে ভিনিসিয়ুসের সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ৪ লাখ ইউরো, যেখানে এমবাপ্পে পাচ্ছেন প্রায় ৬ লাখ ইউরো। ৬ লাখ ইউরোতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।
এই পার্থক্য কমাতে চেয়ে নতুন বেতন কাঠামোর দাবি তুলেছেন ভিনিসিয়ুস। তবে ক্লাব বলছে, এমবাপ্পের বাজারমূল্য ও বাণিজ্যিক প্রভাবের কারণে তাকে বেশি পারিশ্রমিক দেওয়াটা যৌক্তিক।
ভিনিসিয়ুস জুনিয়রের বর্তমান চুক্তি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত বহাল রয়েছে। তবে বেতনসংক্রান্ত এই জটিলতা যদি দীর্ঘায়িত হয়, তাহলে আসন্ন মৌসুমে ট্রান্সফার মার্কেটে তার ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন উঠতে পারে।


