বাংলাদেশ ফুটবল লিগে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের কাছে ২-০ গোলের হার সামলাতে ফেডারেশন কাপে জয় দিয়ে ফিরতে চেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফর্টিস এফসির বিপক্ষে হার এড়াতেই শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে সাদা-কালোদের। ম্যাচের একেবারে শেষ সময়ে পাওয়া গোলে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে রক্ষণভাগের ঐতিহ্যবাহী ক্লাবটি।
শনিবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফর্টিস। ম্যাচের তৃতীয় মিনিটেই পা ওমর বাবু ভালো সুযোগ তৈরি করেন, তবে মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান দৃঢ়তায় সে চেষ্টা বিফলে যায়। এরপর একাধিক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফর্টিস।
২৭ মিনিটে অবশেষে গোলের দেখা পায় দলটি। লম্বা থ্রো ইনের পর একাধিক হেড ফেরালেও শেষ পর্যন্ত ওকাফরের হেডে লিড নেয় ফর্টিস। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় মোহামেডান। স্যামুয়েল বোয়েটাং একাধিকবার গোলের কাছাকাছি গেলেও ফর্টিস গোলরক্ষক সুজন পেরেইরা দুর্দান্ত পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়ান।
ম্যাচের ৮৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেও এক মিনিট পরই গোল করে নিজের ভুল শুধরে নেন বোয়েটাং। ৮৬ মিনিটে তার গোলে সমতায় ফেরে মোহামেডান।
শেষ দিকে দুই দলই গোলের চেষ্টা চালালেও আর ব্যবধান বদলায়নি। ফলে ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে মোহামেডান।


