ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

জামিনে বেরিয়ে মদের আসরে আ. লীগ নেতার বেসামাল নৃত্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৬:৪০ পিএম
বেসামাল নাচে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়া। ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে গান গাইতে এবং মদপানে উল্লসিত হয়ে নৃত্য করতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা। স্থানীয়রা বলছেন, জামিনে মুক্তি পেয়েই তিনি নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

সম্প্রতি মিঠামইন থানা পুলিশ তাকে ঘাগড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিনে মুক্তি পান ওমর ফারুক।

জামিনে মুক্তির পর তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা দাবি করে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

তথ্যসূত্রে জানা গেছে, অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে তিনি স্থানীয় সাংবাদিক ও সাধারণ গ্রামবাসীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন। গত ২ জুলাই তিনি স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আদালত সেটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

এ বিষয়ে ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ভাইরাল-সাইরাল আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না।’ এরপর তিনি ফোন কেটে দেন।