মেক্সিকান সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার হুলিও সিজার শ্যাভেজ জুনিয়রকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট। তার বিরুদ্ধে সংগঠিত অপরাধ ও অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে মেক্সিকোতে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের মাত্র এক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়ায় ইউটিউবার জেক পলের কাছে হেরে যান তিনি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) বিবৃতি অনুযায়ী, শ্যাভেজ জুনিয়র সিনালোয়া মাদক কার্টেলের সঙ্গে সম্পর্কিত এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি মার্কিন নাগরিক এক নারীর সঙ্গে বিয়ের সূত্রে স্থায়ী বসবাসের আবেদন করলেও সেখানে একাধিক মিথ্যা তথ্য দিয়েছেন।
ওই নারী আগে কার্টেল নেতা ‘এল চাপো’র নিহত ছেলের সঙ্গে সম্পর্কিত ছিলেন।
চাভেজের আইনজীবী মাইকেল গোল্ডস্টেইন এই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও ল্যাটিন সম্প্রদায়কে আতঙ্কিত করার উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।
শ্যাভেজ জুনিয়রের অতীতেও রয়েছে একাধিক অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা এবং ড্রাগসের প্রভাবে গাড়ি চালানোয় গ্রেপ্তার হওয়ার ইতিহাস।
একনজরে শ্যাভেজ জুনিয়রের পেছনের ইতিহাস
২০১১ সালে জার্মান বক্সার সেবাস্তিয়ান জবিককে হারিয়ে তিনি ডব্লিউবিসি মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন।
২০১২ সালে আর্জেন্টিনার সার্জিও ‘মারাভিলা’ মার্টিনেজের কাছে সেই খেতাব হারান।
২০০৯ সালে ফিউরোসেমাইড নামক নিষিদ্ধ ওষুধ ব্যবহারের জন্য সাত মাস নিষিদ্ধ হন ও ১০ হাজার ডলার জরিমানা গুণতে হয়।
২০১৩ সালে আবারও ড্রাগ টেস্টে ব্যর্থ হন, ৯ মাস নিষিদ্ধ ও ৯ লাখ ডলার জরিমানা করা হয়।
চাভেজ জুনিয়র হলেন কিংবদন্তি বিশ্বচ্যাম্পিয়ন হুলিও সিজার শ্যাভেজ সিনিয়রের পুত্র, যাকে মেক্সিকোর সর্বকালের সেরা বক্সার হিসেবে বিবেচনা করা হয়।
তবে পিতার খ্যাতির বিপরীতে জুনিয়রের ক্যারিয়ার অনেকটা বিতর্ক, নিষেধাজ্ঞা ও ব্যর্থতায় আচ্ছন্ন।