ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:৩১ পিএম
ফিফা ই-বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে ফিফা ই-বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার দেশি খেলোয়াড় বাছাইয়ে নামছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ই-ফুটবল কনসোল, মোবাইল ও রকেট লীগ—এই তিনটি বিভাগের বাছাই অনুষ্ঠিত হবে তিন ধাপে। নির্ধারিত তারিখ হলো ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর।

বাছাই শেষে নির্বাচিত খেলোয়াড়রা বাংলাদেশের হয়ে অংশ নেবেন এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে। কনসোল বিভাগে ৩টি দল ও মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় সরাসরি রিয়াদে অনুষ্ঠিত ফিফা ই-বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন।

রোববার সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা আরেকটি যাত্রা শুরু করেছি, সেটা হলো ই-স্পোর্টস। সব খেলা এখন ই-স্পোর্টসের আওতায় আসে।

আমরা শুধু ফুটবলের ওপর মনোযোগ দেব। আশা করছি, অন্যান্য দেশের মতো বাংলাদেশও ই-স্পোর্টসে দ্রুত এগিয়ে যাবে।

তিনি আরও যোগ করেন, একসময় ই-স্পোর্টস কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখা হতো, এখন এটি আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিকভাবে সাফল্যমণ্ডিত একটি ক্ষেত্র।

বাংলাদেশের গেমারদের দক্ষতা বিবেচনা করলে আমরা আশাবাদী, খুব শিগগিরই বাংলাদেশের নাম শীর্ষ তালিকায় দেখা যাবে।

গত ১৩ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপণে আনুষ্ঠানিকভাবে ‘ই-স্পোর্টস’-কে বৈধ ও স্বীকৃত খেলা হিসেবে ঘোষণা করেছে, যা প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে আরও শক্তিশালী ভিত্তি দিয়েছে।