ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ঢাকায় দিনভর বজ্রসহ বৃষ্টির আভাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৯:৩৬ এএম
ছবি -সংগৃহীত

রাত থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি ঝরছে। আজ সোমবার সকালেও বৃষ্টি থামেনি। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিনই এমন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ দিনের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯৮ শতাংশ।

এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।