শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৩:৫৭ পিএম

ভারতে মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক

গোয়ালঘরে শুলে ও পরিষ্কার করলেই ক্যানসার থেকে মুক্তি!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৩:৫৭ পিএম

গোয়ালঘরে শুলে ও পরিষ্কার করলেই ক্যানসার থেকে মুক্তি!

ছবি: সংগৃহীত

গরুর আরো এক ‘উপকারিতা’-র কথা শোনালেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় সিংহ গাংওয়ার। ক্যানসারের রোগীরা গোয়ালঘর পরিষ্কার করলে এবং সেখানে শুয়ে থাকলে প্রাণঘাতী এই রোগ থেকে মুক্তি মিলবে!

রোববার (১৩ অক্টোবর) উত্তরপ্রদেশে এক গোয়ালঘর উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন মন্ত্রী সঞ্জয় সিংহ গাংওয়ার।

শুধু তাই নয়, গো-সেবা করে রক্তচাপের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বলে মত মন্ত্রীর। যে রোগীদের রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের গরুর পিঠে দিনে দু’বার চাপড় (চড়) মারার পরামর্শও দেন তিনি। ১০ দিনের মধ্যেই এর ফল পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন সঞ্জয়।

তাঁর মতে, গরুর পিঠে দিনে দু’বার করে চাপড় মারলে ১০ দিনের মধ্যে রক্তচাপের ওষুধের ডোজ় ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে। ঘুঁটে (গোবর) পোড়ানো ধোঁয়া মশা তাড়াতেও সাহায্য করে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী বোঝানোর চেষ্টা করেন, গরুর শরীর থেকে উৎপন্ন হওয়া প্রতিটি জিনিসই কাজের। সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সময়েই এই মন্তব্যগুলি করেন তিনি।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মাঠে-ঘাটে গরু ঘুরে বেড়ানো নিয়ে অনেক দিন ধরেই সরব হয়েছেন কৃষকদের একাংশ। বাঁধনহীন গরু চাষের ক্ষেতে প্রবেশ করায় সমস্যার মধ্যে পড়তে হয় কৃষকদের। তা নিয়েও রবিবার মন্তব্য করেছেন মন্ত্রী। সঞ্জয়ের দাবি, গরুর প্রতি শ্রদ্ধার অভাব থেকেই এই ধরনের অভিযোগ উঠে আসে। তিনি বলেন, ‘যেহেতু আমরা মায়ের (গোমাতা) সেবা করছি না, তাই মা আমাদের অন্য কোথাও ক্ষতি করছেন।’

গত মাসেই মহারাষ্ট্রে বিজেপি-এনসিপি (অজিত)-শিবসেনার (শিন্ডে) জোট সরকার দেশি গরুদের ‘রাজ্যমাতা’-র তকমা দিয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘দেশি গরুরা কৃষকদের কাছে আশীর্বাদস্বরূপ। তাই আমরা সেগুলিকে রাজ্যমাতা হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরবি/ এইচএম

Link copied!