কলম্বিয়া থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাসিত অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য দুটি মার্কিন সামরিক প্লেনকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো কর্তৃক অবতরণে বাধা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপটি নিয়েছেন।
এমন ঘটনায় বেশ চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে। এর পাশাপাশি কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কাস্টমস পরীক্ষার কঠোরতা এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের কার্গোতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা কেবল শুরু মাত্র। আমরা কলম্বিয়াকে তাদের দায়িত্ব পালন করতে বাধ্য করবো।
এদিকে, কলম্বিয়াও এর প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সম্মানজনক আচরণ বজায় রাখার ওপর জোর দিয়ে কলম্বিয়ান প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, তাদের নাগরিকদের বেসামরিক প্লেনে ফিরিয়ে আনা হবে এবং প্রয়োজনে নিজের প্লেন ব্যবহারেরও প্রস্তাব দেন।
তিনি আরও দাবি করেছেন, কলম্বিয়ায় বর্তমানে ১৫,৬৬৬ জন অবৈধ মার্কিন নাগরিক অবস্থান করছেন।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি, অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে ও নির্বাসনে সামরিক প্লেন ব্যবহার করার পাশাপাশি মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন