ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

জীবিত মায়ের শ্রাদ্ধ করলো ৭ বছরের ছেলে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১১:০২ পিএম
ছবি : সংগৃহীত

সাত বছরের ছেলেকে রেখে পালিয়েছেন মা। ছোট্ট শিশু না বুঝে সারাদিন খুঁজে বেড়ায় মাকে। তাই পরিবারের লোকজন বাধ্য হয়ে ছেলের হাত দিয়ে মায়ের শ্রাদ্ধ করিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই নারীর পরিবারের সদস্যরাও।

এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায়।

পরিবারের সদস্যরা জানায়, ওই গৃহবধূ চলতি বছরের এপ্রিলে নিখোঁজ হয়। পরে তারা জানতে পারেন তাদের বউমা অন্য পুরুষের সঙ্গে পালিয়েছেন। এছাড়া ওই গৃহবধূ মোবাইলে জানিয়েছেন, তিনি আর সংসারে ফিরবেন না। এমনকি সন্তানের দায়িত্বও নেবেন না।

ওই গৃহবধূর শাশুড়ি জানান, বউমাকে না পেয়ে নাতি সারাদিন তাকে খুঁজে বেড়ায়। মাকে না পেয়ে খাওয়া, ঘুম ত্যাগ করেছে সে। এ অবস্থায় তাকে বুঝানো হয়েছে, তার মা এক্সিডেন্টে মারা গেছে, তাই সে আর ফিরবে না। এ বিষয়টি আরও জোরালো করতে তার জীবিত মায়ের শ্রাদ্ধ করানো হয়। গৃহবধূর বাবার বাড়ির সম্মতিতেই এই শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করা হয়।