বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত ঘটা করে প্রচার করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি খবরও বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছিল তারা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি পুনঃস্থাপন করেছে। বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে এর মাধ্যমে।
ইসরায়েলের সাথে কোনো ধরণের কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশের। এর পাশাপাশি, মুসলিম প্রধান বাংলাদেশের জন্য ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়।
তাদের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল।
তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়। হাসিনা সরকার দাবি করেছিল— এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশ সরকারের অবস্থান পরিবর্তন হয়নি।
                                    
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, এই পদক্ষেপ ইসরায়েলের প্রতি বাংলাদেশের ঐতিহাসিক ও কূটনৈতিক অবস্থানকে আরও একবার স্পষ্ট করেছে। বাংলাদেশ এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, এবং ভবিষ্যতেও এ অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
সূত্র: টাইমস অব ইসরায়েল

 
                            -20250414050446.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন