ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

হানিয়াকে উপহার পাঠালেন ভারতীয় ভক্তরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৩:১৭ পিএম
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখার মতো নানা ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। উভয় দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ। 

সম্প্রতি ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠেছে। 

গুঞ্জন রটেছে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারতীয় ভক্তরা এক বক্স পানির বোতল উপহার হিসেবে পাঠিয়েছে।

তবে ভারতেও এই অভিনেত্রীর অসংখ্য ভক্ত-অনুরাগী থাকায় হানিয়াকে পাঠানো এক বক্স পানির বোতলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

যদিও অনুমান করা হচ্ছে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই ভারতীয় ভক্তরা রসিকতা করে হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন। তবে এই রসিকতার জন্য নেটিজেনদের একাংশ করছে তুমুল সমালোচনা। 

নেটিজেনদের মতে, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই যৌক্তিক নয়।