পাকিস্তানে ‘সংবেদনশীল তথ্য’ পাচারের অভিযোগে ভারতের হরিয়ানায় একজন নিরাপত্তারক্ষীকে (সিকিউরিটি গার্ড) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নওমান ইলাহী (২৪)। তিনি উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা এবং পানিপাতে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন।
বুধবার (১৪ মে) কারনাল জেলা পুলিশ সুপার গঙ্গা রাম পুনিয়া জানান, পাকিস্তানের কিছু লোকের সঙ্গে সংযুক্ত ছিলেন নওমান ইলাহী এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন।
পুলিশ জানায়, নওমান ইলাহীর সঙ্গে পাকিস্তানে কারা যোগাযোগ রাখছিল, সে বিষয়ে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়। তদন্তের স্বার্থে ইলাহীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে।
৬ মে মধ্যরাত থেকে সীমান্তে চার দিন ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর গত ১০ মে যুদ্ধবিরতিতে সম্মতি জানায় প্রতিবেশি দুই দেশ।
উল্লেখ্য, কিছুদিন আগেই গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আপনার মতামত লিখুন :