বিশ্বব্যাপী বিড়ম্বনায় পড়েছেন জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীরা। বিলিয়নিয়ার ইলন মাস্কের সোশ্যাল প্ল্যাটফর্মটির বেশিরভাগ ব্যবহারকারীই বিড়ম্বনার শিকার হয়েছেন।
ফলে ব্যবহাকারীরা মোবাইল ও ডেস্কটপের মাধ্যমে এক্স অ্যাকাউন্টে পোস্ট করা, ম্যাসেজ করা, লগইন করার মতো সমস্যার সম্মুখীন হয়েছেন।
শনিবার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েক হাজার ব্যবহারকারী এক্স বিভ্রাটের শিকার হয়েছেন।
বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনট্র্যাকার ডটকম অনুসারে, স্থানীয় সময় সকাল ৮টা ৫১ মিনিটের দিকে ২৫ হাজারের বেশি ব্যবহারকারী এক্স ব্যবহারে সমস্যার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। তবে দুপুর ১২টা ৯ মিনিটের দিকে অভিযোগের সংখ্যা ৬৫০এর নিচে নেমে আসে।
এছাড়াও ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ব্যবহারকারীরাও এই বিড়ম্বনার শিকার হয়েছেন বলে জানা গেছে।
সিএনএন জানিয়েছে, সাময়িকভাবে এক্স ব্যবহারের অ্যাক্সেস ছিল না। তবে সাইটটি বিভ্রাটের সমাধান করেছে। ব্যবহারকারীরা সার্ভার সংযোগের সমস্যাও বিষয়েও রিপোর্ট করেছেন। তারা মোবাইল কিংবা ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইস দিয়ে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিলেন না।
যুক্তরাজ্যে ১১ হাজারের বেশি, ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ অন্যান্য দেশের শত শত ব্যবহারকারী একই সমস্যার মুখোমুখি হয়েছেন।
তবে এখন পর্যন্ত ব্যবহারকারীরা ব্যাপক অসুবিধা সৃষ্টি হলেও এক্স কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
আপনার মতামত লিখুন :