রবিবার, ২৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৫:৪০ এএম

খনিতে আটকা ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৫:৪০ এএম

খনিতে আটকা ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

প্রায় ২০ ঘণ্টা পর তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণ খনিতে আটকা পড়া ২৬০ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ক্লোফ নামের এই খনির প্রবেশ ও বের হওয়ার লিফট ভেঙে যাওয়ার পর শ্রমিকরা আটকা পড়েন।

প্রায় ২০ ঘণ্টা পর, শুক্রবার (২৩ মে) তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

খনি পরিচালনাকারী কোম্পানি জানিয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটে প্রথমে ৭৯ জন শ্রমিককে মাটির উপরে নিয়ে আসা হয়। এরপরের ছয় ঘণ্টার মধ্যে বাকি সবাইকে সফলভাবে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় কোনো শ্রমিক আহত হননি বলে কোম্পানি নিশ্চিত করেছে।

কোম্পানি আরও জানায়, শ্রমিকরা চাইলে জরুরি বহির্গমন পথ ব্যবহার করে বের হতে পারতেন, তবে সেক্ষেত্রে তাদের অনেক লম্বা পথ হেঁটে আসতে হতো।

এদিকে, শ্রমিকরা আটকা পড়ার খবর শুনে তাদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রিয়জনদের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। 

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে সব শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তাদের পরিবারের সদস্যদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

দক্ষিণ আফ্রিকার জাতীয় খনি শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রমিকদের আটকে পড়ার খবর নিশ্চিত করে। ২০ ঘণ্টা পার হয়ে গেলেও শ্রমিকদের উদ্ধার করা না হলে তারা উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয়।

যদিও খনি পরিচালনাকারী কোম্পানি জানিয়েছিল, শ্রমিকরা ঝুঁকিতে ছিলেন না, কারণ তারা খনির অস্থায়ী উপকেন্দ্রে অবস্থান নিয়েছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় অনেক মানুষ বিভিন্ন খনিতে কাজ করেন এবং দেশটি প্ল্যাটিনামসহ অন্যান্য খনিজ পদার্থ রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দেশটিতে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। 

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় ৪২ জন এবং ২০২৩ সালে ৫৫ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল। এই উদ্ধার অভিযানটি খনি নিরাপত্তার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!