ইরানে ভূমিকম্প নিয়ে গুঞ্জন উঠেছে—দেশটি পরমাণু পরীক্ষা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের বিভিন্ন প্রদেশ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোম শহর। রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কেউ কেউ আশঙ্কা করেন, ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে।
তবে পরে জানা যায়, কোম শহরেই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল এবং এর প্রভাব দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

-20250621011709.webp)
-20250620220350.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন